সোমবার ২৯ এপ্রিল ২০২৪
শতরানের আগেই অলআউট বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ১২:০০ PM
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুইটিতেই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর আজ সফরকারীদের বিপক্ষী মাঠে নেমেছে ধবলধোলাই এড়ানোর লক্ষ্য নিয়ে। মিরপুরে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক অ্যালিস হিলি। তবে আগে ব্যাট করতে নেমে আজও সুবিধা করে ওঠতে পারেনি স্বাগতিকরা। ব্যাটিং বিপর্যয়ে পড়ে আজও নিগার সুলতানা জ্যোতিরা অল আউট হয়েছে দলীয় সংগ্রহ একশ হওয়ার আগেই। অজিদের বোলিং তোপে টাইগ্রেসরা গুটিয়ে গেছে ২৬.২ ওভারে ৮৯ রানেই।

টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা আজও হয়েছে বাজে। ম্যাচের দ্বিত্য ওভারেই আউত হন ওপেনার সুমাইয়া আক্তার। দলীয় রানের খাতা খোলার আগেই এক ওপেনার বিদায় নেয়ার পর আরেক ওপেনার ফারজানা হক বিদায় নেন দলীয় ৮ রানেই।

এরপর একে একে ব্যর্থ হয়েছেন রিতু মনি, মুর্শিদা খাতুন, ফাহিমা খাতুনরা। টপ অর্ডার ব্যাটারদের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল অধিনায়ক জ্যোতি। যদিও তিনিও ফিরেছেন ১৬ রান করেই।

এদিকে টাইগ্রেসদের হয়ে আজ ম্যাচে সবথেকে বড় জুটি গড়েছেন পেসার মারুফা আক্তার এবং সুলতানা খাতুন। শেষ উইকেট জুটিতে তারা দুজনে স্কোরবোর্ডে তুলেন ২৬ রান। এই জুটিতেই শেষ পর্যন্ত ৮৯ রানের সংগ্রহ গড়ে স্বাগতিকরা।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
ব্যাংকক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
টিপু-প্রীতি হত্যা মামলায় ৩৩ আসামির বিচার শুরু
বৃহস্পতিবার থেকে দেশজুড়ে বৃষ্টির আভাস
মেক্সিকোতে বাস উল্টে ১৪ জন নিহত
বগুড়ায় বসতবাড়িতে রহস্যজনক বিস্ফোরণ, শিশুসহ আহত ৪
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল ‘আকাশ ভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ’
সপ্তাহের শেষে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
সাংবাদিক পরিবারকে প্রাণ নাশের হুমকির অভিযোগ
ডেঙ্গুতে এ বছর মারা যেতে পারে ৪০ হাজার মানুষ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শিল্পী সমিতির শ্রদ্ধা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- [email protected] বিজ্ঞাপন- [email protected]
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft