সোমবার ২৯ এপ্রিল ২০২৪
পয়েলা বৈশাখে ফানুস, আতশবাজি ব্যবহারে নিষেধাজ্ঞা
৬টার মধ্যে শেষ করতে হবে অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৫:২০ PM আপডেট: ২৯.০৩.২০২৪ ৫:২৪ PM
বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে ওড়ানো যাবে না ফানুস, পোড়ানো যাবে না আতশবাজি, বাজানো যাবে না ভুভুজেলা, সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে সব অনুষ্ঠান। কেউ এর ব্যত্যয় করলেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যে কোনো ধরনের অপপ্রচার ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও রাখা হবে নজরদারি।

প্রতি বছর বাড়তি নিরাপত্তা নেওয়া হয় বৈশাখী অনুষ্ঠানকে ঘিরে। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা হয়। সেখানে ১৩ নির্দেশনা দেওয়া হয় আইন-শৃঙ্খলা বাহিনীকে।

নির্দেশনায় বলা হয়, বাংলা বর্ষবরণের অনুষ্ঠান শেষ করতে হবে সন্ধ্যা ৬টার মধ্যে। নিষিদ্ধ করা হয়েছে আতশবাজি পোড়ানো ও ভুভুজেলা বাজানোও। সবচেয়ে গুরুত্ব দেয়া হবে ফানুস বা আতশবাজি পোড়ানোর ক্ষেত্রে। 

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ড. খন্দকার মহিদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘প্রত্যেক যদি আমরা নিজ জায়গা থেকে ফানুসের ব্যাপারে, আগুনের ব্যাপারে সচেতন না হই তাহলে এটি কঠিন। আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের আমাদের যে অর্ডিন্যান্স আছে সেটা কিন্তু আমরা ব্যবহার করবো। যদি কেউ এর ব্যতয় ঘটায় তাহলে আইন প্রয়োগ করা হবে।’ 

বাংলা নববর্ষ নিয়ে অপপ্রচার চালালে আইনের আওতায় আনা হবে, বলছে ডিএমপি। এছাড়া, ১৩ নির্দেশনার কোনোটি অমান্য করলে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।

খন্দকার মহিদ উদ্দিন বলেন, ‘যেখানে একটি ইমারতের সঙ্গে আরেকটি ইমারত লাগানো। প্রতিটি জায়গায় মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। নিশ্চই তারা মানুষের জীবন নিয়ে এভাবে আনন্দ করবে, আমি মনে করি যারা এই ভুলটি করছে তাদেরও বোধোদয় হবে। আস্তে আস্তে কমে আসবে এটা আমরা আশা করি। আর এর বাহিরে আমরা আইন প্রয়োগ করবো।’ 

প্রতি বছরের মতো এবারও গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনায় বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। ঢাকা মহানগর ছাড়াও সারা দেশে গুরুত্বপূর্ণ পয়েন্টে অগ্নিনির্বাপক গাড়ি, অ্যাম্বুল্যান্স ও মেডিকেল টিম থাকবে বলেও জানানো হয়।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
ব্যাংকক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
টিপু-প্রীতি হত্যা মামলায় ৩৩ আসামির বিচার শুরু
বৃহস্পতিবার থেকে দেশজুড়ে বৃষ্টির আভাস
মেক্সিকোতে বাস উল্টে ১৪ জন নিহত
বগুড়ায় বসতবাড়িতে রহস্যজনক বিস্ফোরণ, শিশুসহ আহত ৪
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল ‘আকাশ ভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ’
সপ্তাহের শেষে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
সাংবাদিক পরিবারকে প্রাণ নাশের হুমকির অভিযোগ
ডেঙ্গুতে এ বছর মারা যেতে পারে ৪০ হাজার মানুষ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শিল্পী সমিতির শ্রদ্ধা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- [email protected] বিজ্ঞাপন- [email protected]
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft