শুক্রবার ৩ মে ২০২৪
ফেনীতে পাঁচতলার সিড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৬:৩৩ PM আপডেট: ১৮.০৪.২০২৪ ৬:৩৭ PM
ফেনীতে একটি আবাসিক ভবনের পাঁচতলার সিঁড়ি থেকে পড়ে সলিম উল্লাহ (৫৩) নামের এক কুয়েত প্রবাসীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জানাজা শেষে নিহতের লাশ দাফন করা হয়েছে। 

এর আগে বুধবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার জহুর হোসেন চৌধুরী সড়কের মাঈন উদ্দিন ভবনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সলিম উল্লাহ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের নারানরকুরি গ্রামের আফজলের রহমানের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, বিগত ২২ বছর যাবৎ সলিম উল্লাহ কুয়েতে নিজের প্রতিষ্ঠিত দোকান পরিচালনা করে আসছিলেন। বিগত কয়েক বছর যাবৎ দোকানে টানা লোকসান চলছিলো। ক্রমাগত লোকসানে মানসিক বিপর্যস্ত হয়ে পড়ায় পারিবারিক সিদ্ধান্তে কয়েকদিন আগে তিনি দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসেও তিনি মানুষের ধার দেনা নিয়ে দুশ্চিন্তায় দিনাতিপাত করছিলেন। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, সলিম উল্লাহর পরিবার দীর্ঘদিন যাবত ফেনী শহরের ওই বাড়িতে ৫ম তলায় ভাড়া থাকতেন। বুধবার সকালে পরিবারের সদস্যরা তাকে নিয়ে ঘুরতে বের হন। দুপুরের দিকে বাসায় ওঠার সময় সিড়ির ৫ম তলায় পৌঁছলে হঠাৎ মাথায় চক্কর দিয়ে তিনি চতুর্ভুজী সিঁড়ির রেলিং অতিক্রম করে নিচে পড়ে যান। তাৎক্ষণিক তার ছেলেসহ প্রতিবেশি ভাড়াটিয়ারা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রযোজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
রাজস্থানকে ১ রানে হারাল হায়দরাবাদ
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
রাতে মুক্তি পাচ্ছেন না মামুনুল হক
অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি, জনমনে প্রশান্তি
এক্সারসাইজ টাইগার লাইটনিংয়ের সমাপনী অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দেশবন্ধুর কোমলপানীয় গুরু ও ফ্রেন্ডস আপের রোড শো উদ্বোধন
রবিবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়
‘সাত বীরশ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান’ ও ‘আমার একাত্তর’ বইয়ের মোড়ক উন্মোচন
বারিতে বিজ্ঞানীদের ইনডাকশন প্রশিক্ষণ
শনিবার থেকে স্কুল-কলেজ খোলা: শিক্ষা মন্ত্রণালয়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- [email protected] বিজ্ঞাপন- [email protected]
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft