শুক্রবার ৩ মে ২০২৪
পূর্বধলায় ফাঁসিতে ঝুলে বৃদ্ধের মৃত্যু
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৯:০৪ PM
নেত্রকোনার পূর্বধলা উপজেলার নিজ হোগলা এলাকা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আব্দুল মন্নাছ নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে আব্দুল মন্নাছকে নিজ গোয়াল ঘরের দরনায় গলায় উড়না দিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। 

সে হোগলা ইউনিয়নের নিজ হোগলা গ্রামের মৃত আছর আলীর ছেলে। 

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বৃদ্ধ আব্দুল মন্নাছ সকালে খাবার খেয়ে ঘুরা ফেরা করছিল। কিছুক্ষণ পর তার স্ত্রী দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের গোয়াল ঘরের দরনায় সঙ্গে উড়না পেঁচানো ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। কিছুদিন আগে তার বড় ছেলে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে কিছুটা মানসিক চাপের মধ্যে ছিল বলে জানা যায়। এছাড়াও পরিবারের সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধের ঘটনাও রয়েছে। প্রভাবশালীরা তার জমির মূল দলিল জোর করে নিয়ে যাওয়ার ঘটনায় তিনি চিন্তিত ছিলেন। তবে ওই ব্যক্তির গলায় উড়না দিয়ে ফাঁস লাগানো থাকলেও পা দুটি মাটিতেই ছিল। এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে সন্দেহ রয়েছে। 

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধের মৃত্যুর রহস্য উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে ওসি জানিয়েছেন।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
রাজস্থানকে ১ রানে হারাল হায়দরাবাদ
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
রাতে মুক্তি পাচ্ছেন না মামুনুল হক
অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি, জনমনে প্রশান্তি
এক্সারসাইজ টাইগার লাইটনিংয়ের সমাপনী অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দেশবন্ধুর কোমলপানীয় গুরু ও ফ্রেন্ডস আপের রোড শো উদ্বোধন
বারিতে বিজ্ঞানীদের ইনডাকশন প্রশিক্ষণ
রবিবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়
‘সাত বীরশ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান’ ও ‘আমার একাত্তর’ বইয়ের মোড়ক উন্মোচন
শনিবার থেকে স্কুল-কলেজ খোলা: শিক্ষা মন্ত্রণালয়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- [email protected] বিজ্ঞাপন- [email protected]
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft