সোমবার ৬ মে ২০২৪
হামলার প্রতিবাদে এফডিসির সামনে সাংবাদিকদের মানববন্ধন
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৭:০৪ PM আপডেট: ২৪.০৪.২০২৪ ৮:০৬ PM
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান শেষে গতকাল হুট করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে প্রায় ২০ জন সাংবাদিক আহত হন। এরমধ্যে চারজন গুরুতর আহত হয়ে ৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনার প্রতিবাদ এবং সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে বুধবার দুপুর থেকে এফডিসির সামনে মানববন্ধন করেছে চলচ্চিত্র, বিনোদন সাংবাদিকসহ নানা বিটে কর্মরত সাংবাদিকরা।

টেলিভিশন ক্যামেরাম্যান জার্নালিস্ট এসোসিয়েশনের (টিসিএ) উদ্যোগে এই মানববন্ধনে বক্তৃতা দেন, বিএফইউজে'র সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ডিইউজের নব-নির্বাচিত অন্যতম সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাজ্জাদ আলম তপু, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, বাচসাস'র সভাপতি রাজু আলীম, সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, টিসিএ সভাপতি মোঃ ফারুক হোসেন তানভীর, সাধারণ সম্পাদক শহিদুল হক জীবন, রিপোর্টার্স এগেইন্স করাপশন র‍্যাকের ভারপ্রাপ্ত সভাপতি, মাহবুব সৈকত, টিসিএ সাবেক সভাপতি শেখ মাহবুব আলম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, বাচসাস নেতা মনিরুল সহ ডিইউজে, ডিআরইউ’র সাংবাদিক নেতৃবৃন্দ। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাচসাস সহ-সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হুয়ায়রা মুরাদ, দপ্তর সম্পাদক আহমেদ তেপান্তর, কার্যনির্বাহী পরিষদের সদস্য রুহুল সাখওয়াত, রুহল আমিন ভূইয়াসহ আরো অনেকেই। বক্তারা বলেন, সাংবাদিকরা নানাক্ষেত্রে আজ নির্যাতিত। তারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছে। চলচ্চিত্রে যারা অভিনয় করে তাদের আমরা মননশীল করি। কিন্তু তারা যখন মাস্তানের ভূমিকায় অবতীর্ণ হন, তখন তারা সমাজে কী বার্তা দেন নারকীয় এই হামলায় জড়িত সবাইকে শিল্পী সমিতি থেকে সদস্যপদ বাতিলসহ আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধন থেকে বক্তারা।

মানববন্ধনে আরও অংশ নেয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বিনোদন বিটের সাংবাদিকরা। অবিলম্বে দোষীদের শিল্পী সমিতির সদস্যপদ বাতিল, শাস্তি এবং আহতদের ক্ষতিপূরণের দাবি জানান তারা। একই সাথে রাষ্ট্রীয় সম্পদ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন সংগঠনের কার্যালয় অপসারণ এবং অনিবন্ধিত তথাকথিত ভুয়া সাংবাদিক, মোবাইল ইউটিউবারদের অনুপ্রবেশ নিষিদ্ধ করার দাবি জানানো হয়। দাবি আদায়ের জন্য আগামী ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেন সাংবাদিক নেতৃবৃন্দ। 

এদিকে, ঘটনার তদন্তের জন্য ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যেখানে চলচ্চিত্র শিল্পী সমিতি ও সাংবাদিকদের পক্ষ থেকে পাঁচজন করে রাখা হয়েছে। আর উপদেষ্টা হিসেবে আছেন প্রযোজক আরশাদ আদনান। 

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
শ্রীনগরে সর্বজনীন পেনশন স্কিম বুথ উদ্বোধন
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা
সারিয়াকান্দিতে উপজেলা নির্বাচনে প্রার্থীদের দৌড়ঝাঁপ, ঘুমন্ত ভোটারা
চিলমারীতে উপজেলা নির্বাচন: বুধবার সাধারণ ছুটি ঘোষণা
প্রথমবারের মতো ইসরায়েলে গোলাবারুদের চালান আটকে দিল বাইডেন প্রশাসন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চেয়ারম্যান পদে লিপটন-পারভিনের পাল্লা সমান সমান
মিল্টনের আশ্রমে থাকা ব্যক্তিদের সেবায় শামসুল হক ফাউন্ডেশন
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
সেলফি তুলতে চাওয়ায় ভক্তকে চড় মারতে গেলেন সাকিব
সম্পদ অর্জনে এমপিদের চেয়ে এগিয়ে চেয়ারম্যানরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- [email protected] বিজ্ঞাপন- [email protected]
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft