সোমবার ৬ মে ২০২৪
ফার্নান্দেজের জোড়া গোলে জয়ে ফিরল ম্যানইউ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৯:২৪ AM
লিগে চার ম্যাচ ধরে জয় ছিল না ম্যানচেস্টার ইউনাইটেডের। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে জয়খরা কাটিয়েছে তারা। এদিন জোড়া গোল করেছেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ।

এফএ কাপে বুধবার রাতে ওল্ড ট্রাফোর্ডে শেফিল্ডের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে ম্যানচেস্টার। ব্রুনো ছাড়াও ম্যানইউর হয়ে এদিন গোল করেছেন হ্যারি মাগুয়ার ও রাসমুস হল্যান্ড। শেফিল্ডের হয়ে জায়দেন বোগলে ও বেন দিয়াজ একটি করে গোল করেন।

ম্যানচেস্টারের জয়ের দিনে অবশ্য প্রথমে লিড নেয় শেফিল্ড। ৩৫ মিনিটে জায়দেন বোগলে লক্ষ্যভেদ করলে উদযাপন শুরু হয় সফরকারী শিবিরে। বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি স্বাগতিক দলকে। মাগুয়ারের গোলে সমতায় ফেরে তারা।

এরপর ম্যাচের ৫০ মিনিটে দিয়াজের গোলে এগিয়ে যায় শেফিল্ড। ৬১ মিনিটে ফের সমতায় ফেরে এরিক টেন হ্যাগের শিষ্যরা। পেনাল্টি থেকে এ সময় গোল করেন ফার্নান্দেজ। এর পর ম্যাচের ৮১ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন ফার্নান্দেজ। ৮৫ মিনিটে হল্যান্ড গোল করলে জয় নিশ্চিত হয় তাদের।

এ জয়ের ফলে ৩৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৬ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড। শেফিল্ড ১৬ পয়েন্ট নিয়ে আছে সবার শেষে।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
বাধ্য হয়ে লোডশেডিং দিতে হয়েছে : প্রতিমন্ত্রী
গাজীপুরে পাঁচ উপজেলায় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা
প্রার্থী রীনার টাকা বেড়েছে বারো গুণ, স্বামীর সম্পদ পনের গুণ
বর্ণাঢ্য আয়োজনে হীরক জয়ন্তী পালন করবে আওয়ামী লীগ
সুন্দরবনে কেন আগুন লাগলো, খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিদেশ যাওয়ার অনুমতি পেলেন বিএনপি নেতা আমান
হিলি স্থলবন্দর দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি
চেয়ারম্যান পদে লিপটন-পারভিনের পাল্লা সমান সমান
মিল্টনের আশ্রমে থাকা ব্যক্তিদের সেবায় শামসুল হক ফাউন্ডেশন
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- [email protected] বিজ্ঞাপন- [email protected]
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft